পাস ২০ হাজার ২৭৭ জন

৪০তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল দেখুন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০১৯ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৯ বার।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলে ২০ হাজার ২৭৭ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। খবর সমকাল অনলাইন 

প্রিলিমিনারি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন

গত ৩ মে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিপিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে মোট ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন চাকরিপ্রত্যাশী আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ২৭ হাজার জন।

৪০তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা। তবে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে।