তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

বগুড়ার রামেশ্বরপুর ইউপিতে আ’লীগ,শাখারিয়ায় যুবলীগ নেতা ও রায়নগরে স্বতন্ত্র প্রার্থী জয়ী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জুলাই ২০১৯ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৭ বার।

বগুড়ায় তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী বাকি দু’টি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। 
বিজয়ীরা হলেন- গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সেকেন্দার আলী, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম শাফি এবং বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা কামরুল হুদা উজ্জ্বল।
নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, ওই তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চলতি বছরের ১৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অংশ নিয়ে বিজয়ী হন। এর ফলে তাদের পদগুলো শূণ্য ঘোষণা করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকধারী সেকেন্দার আলী ৭ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আব্দুল ওহাবের মোটর সাইকেল প্রতীকে পড়েছে ৩হাজার ৮১২ ভোট।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, রায়নগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম সফি টেবিল ফ্যান প্রতীকে ৫ হাজার ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী সানাউল মিল্লাতের আনারস প্রতীকে পড়েছে ৫ হাজার ৩১৮ ভোট। 
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, শাখারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামরুল হুদা উজ্জ্বল আনারস প্রতীকে ৫ হাজার ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত এনামুল হকের নৌকা প্রতীকে পড়েছে ৩ হাজার ১২৬ ভোট।