নেতৃত্ব নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই তামিমের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০১৯ ১৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ইনজুরিতে দলের নেতৃত্ব পেয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক তামিমের অভিষেক হচ্ছে। তবে তামিম নেতৃত্বের অভিষেক হিসেবে দেখছেন না। অভিষেক কথাটা শুনতে অবশ্য ভালো লাগছে তার। নতুন দায়িত্ব পেয়ে সেরাটা দিতে চান তিনি। তবে দেখিয়ে দেওয়ার তাড়না নেই তার। নেতৃত্বগুন দিয়ে তাই দলের নিয়মিত অধিনায়ক হতে চান না তামিম। এখনও তার অধিনায়ক মাশরাফি। তামিমের আপাতত লক্ষ্য শ্রীলংকার বিপক্ষে ভালো একটা সিরিজ কাটানো।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের ১৪তম অধিনায়ক বলেন, 'অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এমনটা ভাবছি না। সিরিজটা ভালোভাবে শুরু করা গুরুত্বপূর্ণ। শুক্রবার ম্যাচটা জিতলে সেটা হবে আমাদের জন্য বিশেষ কিছু। দলের বাকি দশজন ভালো খেললে আপনি অধিনায়কের গুন বিচার করতে পারবেন না। অধিনায়ক হিসেবে আমার ভবিষ্যত কি আমি জানি না, আমার লক্ষ্য এই সিরিজে সেরাটা দেওয়া। অধিনায়কত্ব আমার কাছে শুধুই একটা আলাদা দায়িত্ব। ছোটবেলা থেকে আমি কখনো অধিনায়ক হতে চাইনি। বিপিএলে হয়তো নেতৃত্ব দিয়েছি। কিন্তু অনূর্ধ্ব-১৯ থেকে কখনো ভাবিনি, আমি অধিনায়ক হবো।'

বাংলাদেশ দলের হয়ে প্রায় ১২ বছর খেলছেন তামিম। অভিজ্ঞতা অনেক। ২০১৭ সালে মুশফিকের অনুপস্থিতে টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাকিব-মাশরাফির অনুপস্থিতিতে তাকে দলের ভার দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে চান বলে উল্লেখ করেন তামিম। তিনি দলের সকলের সঙ্গে কথা বলেছেন। তাদের কাজ বুঝিয়ে দিয়েছেন। এছাড়া এই দলের সকালেই বাংলাদেশ দলের হয়ে কমপক্ষে দুই বছর খেলছেন। তারা তাদের দায়িত্ব কি তা জানেন। অধিনায়ক হিসেবে তাই কাজটা একটু হলেও সহজ হয়েছে বলে জানান তামিম।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা এই ওপেনার বলেন, 'এখনও মাশরাফি ভাই আমার অধিনায়ক। তিনি এখনও অবসর নেননি। দলে নিয়মিত সহ অধিনায়ক সাকিব আছেন। দলের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। আমি বলবো না যে, অধিনায়ক হতে চাই। এখনও অন্তত তা নিয়ে ভাবছি না। যেহেতু আমাকে এই সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কেবল এই তিন ম্যাচ নিয়েই ভাবছি।'

কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে শ্রীলংকা বিশ্বকাপে ভালো করেছে। ওদিকে বিশ্বকাপের পরে ইনজুরি-ছুটি মিলিয়ে বাংলাদেশ দলের কিছু শক্তি খসে গেছে। কোন দলকে তাই আলাদা করে এগিয়ে রাখা কঠিন। তামিমও কোন দলকে ফেবারিট ট্যাগ দিতে চাননা, 'ঘরের মাঠে তারা সবসময়ই ভালো ক্রিকেট খেলে। বিশ্বকাপে ভালোই খেলেছে লংকানরা। ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদেরও ভালো সুযোগ আছে। আমাদের লক্ষ্য শুরুটা ভালো করা। শুরুর চিন্তা না করে শেষের চিন্তা করলে আমাদের জন্য তা এক সমস্যা হয়ে দাঁড়াবে। আমাদের প্রথম লক্ষ্য জয় দিয়ে শুরু করা। পরে সিরিজ জেতা। সেজন্য ছোট-খাটো ব্যাপারগুলো ঠিকভাবে করতে হবে।'