বগুড়ার শেরপুরে ছেলেধরা সন্দেহে পাগল কিশোরকে পুলিশে সোপর্দ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০১৯ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

বগুড়ার শেরপুরে ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন (পাগল) কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  বৃহস্পতিবার দিনগত রাত অনুমান নয়টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। আটক হওয়া ওই কিশোর তার নাম পরিচয়ও বলতে পারে না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল থেকেই ওই গ্রামে ঘোরাফেরা করতে থাকে অপরিচিত ওই কিশোর। একপর্যায়ে রাতের বেলায় মসজিদে অবস্থান নেয় সে। কোন কিছু জিজ্ঞেস করলেও কোন উত্তর দেয় না। এ অবস্থায় সন্দেহ হলে তাকে আটক থানায় সংবাদ দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে আটক ওই কিশোরকে সোপর্দ করে এলাকাবাসী। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ওই কিশোরের বয়স অনুমান ১৭-১৮ বছরের মতো হবে। সে মানসিক ভারসাম্যহীন। এমনকি নিজের নাম-পরিচয়ও বলতে পারে না। এরপরও তার সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এছাড়া ছেলেধরা বিষয়টি সম্পুর্ণ গুজব উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, কু-চক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে। তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। পাশাপাশি এলাকায় অপরিচিত কোন ব্যক্তিকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়ার জন্য অনুরোধ তিনি।