নিজেদের ডিম বাঁচাতে গুইসাপের সাথে লড়াই সাহসী পাখিদের!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯ ০৯:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

 

নিজেদের মধ্যে খেলা করছে রেড ওয়াটলেড ল্যাপউইং-এর একটি দল। খেলতে খেলতে ছোট্ট আকারের এই পাখিরা দেখল তাদের দিকে গুটিগুটি পায়ে এগিয়ে আসছে একটি গুইসাপ। আসার ধরন দেখেই পাখিরা বুঝে যায় তাদের ডিমগুলি খেয়ে নিতে আসছে গুইসাপটি। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় তারা।ডিমগুলিকে আড়াল করে দাঁড়ায়। তার পর গোসাপের আসা আটকাতে উড়ে গিয়ে ঠোকরাতে থাকে। পাখিদের সেই আক্রমণ সামলে বেশিদূর এগোনোর সাহস দেখায়নি গুইসাপটি। ডিম খাওয়ার আশা ছেড়ে পিছু হঠতে শুরু করে সে। খবর আনন্দবাজার।

 

নিজেদের থেকে আকারে বড় গুইসাপের সঙ্গে ছোট ছোট পাখিদের লড়াইয়ের ঘটনাটি ঘটেছে রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কে। আর এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন শশাঙ্ক নন্দা নামের এক চিত্রগ্রাহক। 

 

নিজেদের ডিম বাঁচাতে পাখির দলের এই তৎপরতা মুগ্ধ করেছে নেটিজেনদের। সম্মিলিতের শক্তি যে সব সময় বেশি হয়, সে দিকটিও উঠে এসেছে নেটিজেনদের কথায়।