অর্ধকোটি টাকার স্বর্ণসহ আড়াইহাজারে ঢাকাগামী যাত্রী গ্রেফতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯ ১১:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গ্রেফতারের পর শনিবার বিকেলে আদালতে পাঠানো হয় চন্দন রায়কে (৪২)। গ্রেফতার চন্দন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গুদমা এলাকার প্রয়াত ধীরেন্দ্র রায়ের ছেলে।

আড়াইহাজার থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশনন্দী ফেরিঘাট দিয়ে ১২টি স্বর্ণের বার নিয়ে চন্দন রায় সিএনজিচালিত অটোরিক্সায় ঢাকা যাচ্ছিলেন। ফেরিঘাট এলাকায় পুলিশের চেকপোস্টে পৌঁছালে সিএনজির গতিরোধ করে এবং তার শরীর তল্লাশি চালিয়ে হাতে কসটেপে স্বর্ণ পেঁচানো অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি জানান, উদ্ধার করা স্বর্ণ বারের ওজন ১১৯ ভরি ১৫ আনা, যার মুল্য ৫৬ লাখ ৩৭ হাজার টাকা।

তিনি আরও জানান, ওই ব্যক্তি সিন্ডিকেট করে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। চন্দন রায়কে পুলিশ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।