কৃষকের বাগানে বাচ্চার কঙ্কালে মিলল কোটি টাকার গয়না

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৩ বার।

রাশিয়ার এক কৃষক তার বাগানে গর্ত খুঁড়তে গিয়ে একটি কবরে কোটি টাকা মূল্যের গয়না পেয়েছেন। ওই কবরে একটি বাচ্চার কঙ্কালে গয়নাগুলো জড়ানো ছিল।

প্রত্নতত্ত্ববিদরা কঙ্কালটি পরীক্ষা করে জানতে পেরেছেন, ২০০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে ওই বাচ্চাটি মারা যায়। কবরে শায়িত করার অবস্থান ও কঙ্কালের সঙ্গে রাখা জিনিসপত্র দেখে ধারণা করা হচ্ছে বাচ্চাটি সমাজের কোনও উচ্চ বর্ণের বা বিশিষ্ট কোনও স্থানের অধিকারী ছিল।

বাচ্চাটির মৃত্যুর কারণ জানা না গেলেও তার বয়স আন্দাজ করা হচ্ছে দু’বছরের কাছাকাছি। কারণ তার দুধের দাঁতও সম্পূর্ণভাবে ওঠেনি যখন সে মারা যায়। এই বাচ্চাটির দেহে পরানো ছিল প্রচুর অলংকার।

পাশে পাওয়া গেছে আরেক যোদ্ধার কঙ্কাল। যোদ্ধার দেহে কোনও অলংকার না থাকলেও রাখা ছিল একটি হাতল ভাঙা ছোরা। কমলা রঙের একটি চামড়ার খাপে সেটি রাখা ছিল।

বাচ্চাটির কবরে মূল্যবান রত্ন-পাথরগুলোর মধ্যে রাখা ছিল প্রাচীন গ্রিসের বিখ্যাত মেডুসার কাটা মাথা ধরে রাখা পারসিউসের মূর্তি। এর ফলে বাচ্চাটি গ্রিক বা কোনও যাযাবর সম্প্রদায়ের হওয়ার যুক্তিটিও উঠে আসছে।