ছাগলকে বাঁচাতে গিয়ে নওগাঁয় কলেজ ছাত্রের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

নওগাঁর রাণীনগরে ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে নোমান আহম্মেদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাতোয়াল বাজারের কাছে ওই দুর্ঘটনা ঘটে। শনিবার ভোরে মারা যান তিনি।

নোমান উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে। সে আবাদপুকুর মহা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে নোমান নিজ বাড়ী থেকে মোটরসাইকেলে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাতোয়াল বাজারে যাচ্ছিল। এসময় বাজারের অদুরে রাস্তায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় ্নোমান। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া  এবং তারপর রাতেই সেখান থেকে ঢাকায় স্থানান্তর করলে ভোর তিনটার দিকে মারা যায় সে।