রেকর্ড তাপমাত্রায় গলছে গ্রিনল্যান্ডের বরফ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯ ১৪:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনে দিনে মারাত্মক আকার ধারণ করছে। বিশ্বের কোথায়ও শুরু হয়েছে ভয়াবহ বন্যা আবার কোথায়ও গরমে পুড়ছে মানুষ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা বলছে, অতিরিক্ত তাপমাত্রায় গ্রিনল্যান্ডের বরফ গলে পানি হয়ে যাচ্ছে।

জেনেভায় পরিবেশ সংগঠনের মুখপাত্র ক্লেয়ার নালিস বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের ফলে উত্তর আফ্রিকা থেকে উষ্ণ হাওয়া গতিপথ বদলে ক্রমশ ইউরোপের দিকে ধাবিত হচ্ছে। তাতে গড় তাপমাত্রা ২ থকে ৪ ডিগ্রি করে বাড়ছে, যা অবিশ্বাস্য।’

২০১২ সালেও তাপমাত্রা এভাবে বেড়েছিল। তবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গ্রিনল্যান্ডে প্রতিদিন কতটা বরফের স্তর গলছে, সেই হিসাবও তুলে ধরেছেন নালিস। শুধুমাত্র জুলাই মাসেই নাকি ১৬০ বিলিয়ন টন বরফ গলেছে। এটা শুধুমাত্র উপরিতলের বরফ। এরপর আবার সমুদ্রগর্ভের বরফস্তরও আছে, যেটাও নিয়মিত গলছে।

গ্রিনল্যান্ডের বরফের স্তর বিশ্বের প্রায় ৮০ শতাংশ এঞ্চল ঢেকে আছে। হাজার হাজার বছর ধরে তা জমে জমে এমন পর্যায়ে এসেছে। বরফের এই স্তূপটির উচ্চতা ছুঁয়েছিল ৩ কিলোমিটার পর্যন্ত। এই বরফ গলতে থাকলে সমুদ্রতলের উচ্চতা ৭ মিটার করে বাড়বে।