গ্রেনেড হামলা মামলার রায়ঃ ধুনটে আ’লীগের আনন্দ মিছিল

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮ ১২:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০০ বার।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বগুড়ার ধুনট উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে মামলা রায় ঘোষণার পরপরই দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তরা দীর্ঘ ১৪ বছর পর ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা বিচারের রায় প্রকাশ হওয়ার আল্লাহ’র শুকরিয়া আদায় করেন। তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারপুত্র তারেক রহমান এ হামলা করিয়েছেন। বক্তারা অবিলম্বে রায় কার্যকর করার আহ্বান জানান।