নওগাঁয় নিখোঁজের ৬ দিন পর আদিবাসী কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

নওগাঁ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ৬ দিন পর মানুয়েল হেমরম (৪৫) নামে এক আদিবাসী কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার নেউটা গোপাড্যাংগা গ্রামের একটি নিজর্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হেমরম ওই গ্রামের মৃত ছাতু হেমরমের ছেলে। ওই দিন বিকালেই ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গত ২৩ জুলাই হেমরম মাঠে কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার দুপুরে দিকে কচুরীপনা ভরা নির্জন পুকুরের মাঝখানে দুই পা ও মাথা বের হওয়া লাশ দেখতে পায় কৃষকরা। তখন তারা মানুয়েল হেমরমের পরিবারকে বিয়ষটি জানায়। মানুয়েলের ভাতিজা জয়ন্ত হেমরম ও ফ্যান্সিস হেমরম এবং তার পরিবার লাশের পড়নের পোষাক দেখে সনাক্ত করেন।এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মানুয়েলের বড় ভাই থমাস হেমরম বলেন, 'তার ভাই কোন প্রকার নেশা করতো না। তাছাড়া তার সাথে কারও কোন ঝগড়া বিবাদও ছিল না। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।'

এব্যাপারে ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, 'এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।'