গুজব প্রতিরোধে বগুড়ায় পুলিশের লিফলেট বিতরণ

দোস্ত আউয়াল
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ০৬:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১৪ বার।

গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা সাধারণ মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করেন।

লিফলেটে থাকা সচেতনতা মূলক দিকনির্দেশনা জনসাধারণের মাঝে তুলে ধরে পুলিশ সুপার বলেন, 'ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কেননা গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা গুরুতর ফৌজদারি অপরাধ। গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে নিকটস্থ থানা পুলিশকে খবর দিন অথবা জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করুন।' 

এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, ওসি তদন্ত রেজাউল করিম রেজাসহ সকল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
এর আগে বগুড়ার সব উপজেলায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে জেলা পুলিশ।