বগুড়ায় হাট ইজারদার ও চামড়া ব্যাবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ০৭:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

কুরবানি ঈদকে সামনে রেখে বগুড়ায় পশু হাট ইজারদার ও চামড়া ব্যাবসায়ী মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ওই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যাবসায়ীরা তাদের বিভিন্ন দাবি উল্লেখ করে বলেন, ‘হাটে কুরবানির পশু কেনাবেচার সময় অনেক সময় জাল নোট পাওয়া যায়। তাই প্রতিটি হাটে যেন জাল নোট সনাক্তের একটি করে মেশিন দেওয়া হয়। এছাড়াও হাটের আশেপাশে রাস্তাঘাটে পশু আনা-নেওয়ার সময় চাঁদাবাজি বন্ধেরও দাবি জানান তারা।'

পুলিশ সুপার বলেন, 'হাট ইজারাদার ও চামড়া ব্যাবসায়ীদের আইনগত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়।যেসব হাটে জাল নোট সনাক্তের মেশিন নেই সেখানে হাট ইজারাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পশু কেনাবেচার সময় যাতে কোনো চাঁদাবাজি না হয় সেজন্য প্রতিটি হাটে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানান তিনি।'

এসময় ওই মতবিনিময়য় সভায় উপস্থিত ছিলেন জেলার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল ও আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং জেলার সকল পশু হাটের ইজারদার ও চামড়া ব্যাবসায়ীরা।