প্রাণ ও ফার্মফ্রেশের দুধ বিক্রিতে বাধা নেই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

বিএসটিআই অনুমোদিত প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। খবর সমকাল অনলাইন 

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন। ফলে এই দুই ব্র্যান্ডের দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ৮টি কোম্পানি হাইকোর্টের আদেশ স্থগিত করতে আবেদন করেছিলেন। প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে সোমবার মিল্কভিটার পক্ষেও একই আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত।

মানবদেহে ক্ষতিকর উপাদান সিসা ও এন্টিবায়োটিক রয়েছে এমন প্রতিবেদন পাওয়ার পর রোববার ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাধন, সরবরাহ ও বিক্রির ওপর ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।