বাজারে প্রভাব

বগুড়ার শাজাহানপুরে বন্যায় কৃষি ও মৎস খাতে ৩কোটি ১৭লাখ ২৯হাজার টাকার ক্ষতি

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ১৩:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

বগুড়া শাজাহানপুর উপজেলায়  মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যা অপরিবর্তিত রয়েছে। গত ২৪ঘন্টায় ১ইঞ্চির একটু বেশি পানি বৃদ্ধি পেয়েছে বলে বন্যা কবলিত এলাকার মানুষরা জানিয়েছেন। বন্যায় ইতিমধ্যে কৃষি ক্ষতি হয়েছে ১৮৮দশমিক ১৫হেক্টর জমির আবাদ যার অঙ্কে ১কেটি ৭লক্ষ ২৯হাজার ৪শত ৭২টাকা। মৎস সম্পদের ক্ষতি হয়েছে ২কোটি ১০লক্ষ টাকা। বন্যা চলে না যাওয়া পর্যন্ত পাকা রাস্তার ক্ষতি জানতে পারছেন না উপজেলা প্রকৌশল অফিস। বন্যায় কৃষি ক্ষতির মারাত্বক প্রভাব পরেছে কাঁচা বাজারে। চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ সহ শাক সবজি।


উপজেলা কৃষি অফিস সূয়ত্রে জানা যায়, বন্যায় এখন পর্যন্ত আমরুল, চোপিনগর, খোট্রাপাড়া, মাদলা এবং আড়িয়া ইউনিয়নের ২৫শত কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই সময়টায় মাঠে উল্লেখ যোগ্য ফসল ছিলোনা। ইতিমধ্যে ৮৩হেক্টর জমির শাক সবজি, ১১দশমিক ২৫হেক্টর পাট, আউশ ১দশমিক ৫৫ হেক্টর, আমন বীজতলা ৯২দশমিক হেক্টর জমি বন্যায় ক্ষতি হয়েছে। পানি বাড়লেও এরচেয়ে তেমন বেশি ক্ষতি হবেনা বলে অফিস থেকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্থতের পূনর্বাসনে সরকার কাজ শুরু করেছে বলে অফিস সূত্রে জানাগেছে।


উপজেলা মৎস অফিস থেকে জানাগেছে বন্যায় ৪৫দশমিক ২১হেক্টর জমির সরকারী বেসরকারী সব মিলিয়ে মোট ১৪৮টি জলাশয় ক্ষতিগ্রস্থ হয়েছে। ১শত ১২দশমিক ২৬মেট্রিক টন মাছ, ৩০দশমিক ০২লক্ষ পোনা ক্ষতি হয়েছে। অবকাঠামো ক্ষতি ২৬দশমিক ০৮লক্ষ টাকা সহ মোট ক্ষতি ২কোটি ১০লক্ষ টাকার।


উপজেলার নয়মাইল এলাকার হাট ব্যবসায়ী শিহাব, পাইকারী সবজি ব্যবসায়ী আনোয়া হোসেন সহ অনেকে জানান, বাজারে এখন খুচরা কাাঁচা মরিচ বিক্রি হচ্ছে ভালোটা ২শত টাকা কেজি। বেগুন ৬০টাকা, পোটল ৩০টাকা কেজি। কলমি শাক একটু কম দামে পাওয়া যাচ্ছে। বন্যার আগেও সব ধরনের সবজি পাওয়া যেত অর্ধেক দামে। এখন তো বাজারে সবজি উঠছেনা বললেই চলে।


উপজেলার আমরুল ইউপি সদস্য সরকার মুক্তা জানান, পানি আর আগের মত বৃদ্ধি পাচ্ছেনা। গত ২৪ঘন্টায় ১ইঞ্চির একটু বেশি পানি বৃদ্ধি পেয়েছে। ২দিন আগেও ৪ইঞ্জির বেশি পানি বৃদ্ধি পাচ্ছিলো। বন্যার কারণে এলাকায় বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। পানি নেমে যাওয়ার পরপরই এলাকায় পানি বাহিত রোগ এবং ডায়রিয়া কলেরিয়া দেখা দিতে পারে। তাই সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা গুলোকে এ ব্যপারে তৎপর থাকার আহ্বান রেখেছেন।