শাজাহানপুরে বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ১৪:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৩ বার।

বগুড়া সিভিল সার্জন অফিস ও বগুড়া ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে বগুড়ার শাজাহানপুরের পদ্মপুকুর কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপি বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখানে ২ শতাধিক দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অরবিস ইণ্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপি এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আসাদুর রহমান দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) এড. মকবুল হোসেন মুকুল। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এহিয়া কামাল পরীক্ষা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোস্তাফিজুর রহমান মিলন ও ডায়াবেটলজিস্ট ডাঃ এম জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সহকারি পরিচালক মামুন হাসান, পদ্মপুকুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি তারেক হাসান সুমন, কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা নেছার উদ্দিন, সাজাপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোমেন ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ প্রমুখ।