সোনাগাজীতে দুই পরিবারের সবাইকে অচেতন করে মালামাল লুট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯ ১৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

সোনাগাজীতে কৌশলে ঘরে ঢুকে চেতনানাশক দিয়ে দুই পরিবারের সবাইকে অচেতন করে ৫ ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

চেতনানাশক স্প্রের কারণে নারী-পুরুষ ও শিশুসহ ৭ জনকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আব্দুল গফুর কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে। খবর সমকাল অনলাইন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যমও এলাকাবাসী জানায়, গভীর রাতে ৫/৬ দুর্বৃত্ত কৌশলে আবদুল কাদের কোম্পানির ঘরে প্রবেশ করেন। এ সময় তারা পরিবারের ঘুমন্ত সদস্যদের ওপর চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করেন। একই সময়ে ওই বাড়ির ওবায়দুল হক ওদু কোম্পানির ঘরের সবাইকে অচেতন করে ২ ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় দুই পরিবারের আবদুল কাদের, ফুলরা বেগম, আশকিরা বেগম, আরজু আক্তার, পারভীন আক্তার, তাহমিদুল আলম ও জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশিদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ জানান, তিনি ফেনী হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের কঠোর ভূমিকার কারণে অপরাধীরা তাদের অপরাধের ধরন পরিবর্তন করে নতুন কৌশলে অপরাধ সংগঠিত করছে। শিগগির তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।