বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯ ০৬:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৮ বার।

বগুড়ায় ছুরিকাঘাতে ইমন হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে শহরতলীর পালশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন শহরদীঘি গ্রামের মৃত রানা মিয়ার ছেলে। ইমন স্থানীয় এরুলিয়ায় ময়দার মিলে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, শহরের পালশা এলাকার জনৈক খোকনের স্ত্রী লাকী বেগম এক যুবকের সঙ্গে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে চলে যান। প্রতিবেশী আইয়ুবের বাড়িতে লাকী যাতায়াত করতেন এবং সেখান থেকেই ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয় বলে অভিযোগ করেন তার স্বামী খোকন। এই অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় খোকন প্রতিবেশী আইয়ুব এবং তার স্ত্রীকে মারপিট করেন।

রাতে আইয়ুবের ছেলে ছালাম বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। এরপর ছালাম তার বন্ধু ইমন ও মুন্নাকে ফোন করে ডেকে আনেন। তিন বন্ধু মিলে খোকনের বাড়িতে গিয়ে তাকে ডেকে বের করেন। খোকন তাদের উপস্থিতি টের পেয়ে চাকু নিয়ে বের হন। কেউ কিছু বুঝে ওঠার আগেই খোকন ইমনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ইমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম খান বলেন, পুলিশ ঘটনা জানার পর থেকেই খোকনকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। নিহত ইমনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।