জয়পুরহাটে সেফটিক ট্যাংক পরিষ্কারের সময় ৬ জনের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯ ০৬:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হিন্দুপাড়াতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, হিন্দুপাড়ার নিখিল চন্দ্রের বাড়িতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিকরা। সেফটিক ট্যাংকটি অনেকদিন পরিষ্কার করা হয়নি। প্রথমে সেফটিক ট্যাংকে দুই শ্রমিক নেমে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন আরও সাতজন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, আহত তিনজনের মধ্যে দুইজনকে নওগাাঁ সদর হাসপাতালে ও একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।