সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্মানে রাস্তার নামকরণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়। তার অসামান্য কৃতিত্ব ও শিল্প সত্তাকে বিশেষ সম্মান জানাচ্ছে কলকাতা পৌরসভা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সুনীলের সম্মানে নামকরণ হচ্ছে পশ্চিমবঙ্গের একটি অতিপরিচিত রাস্তার। বালিগঞ্জ এলাকার ম্যান্ডেভিলা গার্ডেনসের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণি’।

মঙ্গলবার এই মর্মে একটি বিলও পাশ করেছে পৌরসভা।

এই প্রসঙ্গে পৌরসভা মেয়র পারিষদ রতন দে বলেন, “নাম সংক্রান্ত এই প্রস্তাবটি পাশ হয়েছে। ওই রাস্তার নাম বিখ্যাত সাহিত্যিকের নামে করতে পারায় আমরা ভীষণভাবেই গর্বিত।”

বালিগঞ্জের কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণির পাশেই পারিজাত অ্যাপার্টমেন্টের নয়তলায় ছিল সুনীলের ফ্ল্যাট। ওই বাড়িতে বসে লিখেছেন কাকাবাবু, প্রতিদ্বন্দ্বী, সেই সময়, নিরার জন্য, মনের মানুষ, অরণ্যের দিনরাত্রি, প্রথম আলোর মতো একাধিক উপন্যাস ও কবিতা।

১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমায় (বর্তমানে জেলা) জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান তিনি।