বিনোদন পার্কে ‘সুনামি’তে আহত ৪৪

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ অগাস্ট ২০১৯ ১০:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৮ বার।

 

চীনের একটি বিনোদন পার্কের সুইমিংপুল কমপ্লেক্সের ওয়েভ মেশিনে ত্রুটির কারণে সৃষ্ট সুনামির মতো শক্তিশালী ঢেউয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন।

রোববার দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার শুইয়ান ওয়াটার পার্কে এ ঘটনা ঘটে। খবর সমকাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল ঢেউ এগিয়ে আসছে। সামনে যারা পানিতে ছিলেন তারা ভেসে যাচ্ছেন। পানিরে তোড়ে কেউ কেউ আছড়ে পড়েছেন সুইমিং পুলের বাইরে। এ সময় প্রায় ৪৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওয়াটার পার্কের কর্তৃপক্ষ জানিয়েছেন, ওয়েভ মেশিনটি ঠিকমতো কাজ করেনি।

তদন্তের জন্য ওয়াটার পার্কটি বন্ধ রাখা হয়েছে।