নওগাঁয় বাঁশের ঝুড়িতে ফেনসিডিল পাচারের চেষ্টা, আটক ৩

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ অগাস্ট ২০১৯ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

নওগাঁর মান্দায় বাঁশের ঝুড়িতে পাচারের সময় ৪৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চৌবাড়িয়া ব্রীজের অদুরে বাদশার মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের জাহির শেখের ছেলে জহুরুল ইসলাম (৩০) ও ধলু শেখের ছেলে আব্দুল জব্বার (৩৪) এবং ধোবড়া গ্রামের জহির আলীর ছেলে সাবান আলী (৩৫)।

মান্দা থানার ওসি জানান, গোপন সংবাদে জানা যায় কিছু ব্যক্তি শ্রমিকবেশে বাঁশের তৈরি ২০টি ঝুঁড়িতে করে অভিনব কায়দায় ফেনসিডিলগুলো পাচারের চেষ্টা করছে। তখন তাদের একটি টিম বাদশার মোড়ে অবস্থান নেয়। একটি চার্জার ভ্যানে ওই ব্যক্তিরা সেখানে পৌঁছালে তাদের আটক করা হয়। এসময় বাঁশের ঝুড়িতে তল্লাশী চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।