সাইফউদ্দিনসহ বিশ্বকাপের যে তারকারা আইপিএলে সুযোগ পাচ্ছেন!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ অগাস্ট ২০১৯ ১৫:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলা কয়েকজন তারকা ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছেন!

বিশ্বকাপে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আইপিএল ফ্রাঞ্চাজিদের নজর কেড়েছেন বেশকিছু তারকা ক্রিকেটার। নান্দনিক পারফরম্যান্সের জন্য তাদের আইপিএলে খেলার পথ তৈরি হয়েছে।

বিশ্বকাপে বল হাতে অসাধারণ খেলা বাংলাদেশ দলের তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ শেষে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন জানান, আইপিএলে খেললে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলবেন তিনি।

বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন সাইফউদ্দিন। ব্যাট হাতে শক্তিশালী ভারতের বিপক্ষে ৩৮ বলে ৯টি চারের সাহায্যে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন এ পেস বোলিং অলরাউন্ডার।

ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকটেকারের তথ্য মধ্যে আইপিএলের আসন্ন আসরের নিলামে হইচই ফেলে দিতে পারেন সাইফউদ্দিনসহ বিশ্বকাপের কয়েকজন তারকা ক্রিকেটার।

বিশ্বকাপে শ্রীলংকার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অভিস্কা ফার্নান্দো। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজেও অসাধারণ ক্রিকেট খেলেন লংকান এ ওপেনার। সবশেষ সাত ম্যাচে এক সেঞ্চুরি ও সমান ফিফটির সাহায্যে ৪৩ গড়ে ২৯৮ রান করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে অনবদ্য পারফর্ম করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজিগুলোর মালিকদের নজর কেড়েছেন লংকান এ ওপেনার।

অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স কেরি বিশ্বকাপে ফিনিশারের ভূমিকা পালন করে প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বকাপে তিনি বেশ কয়েকটি ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেছেন।

কেরি সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ১০ ম্যাচে ৬২, গড়ে ৩৭৫ রান সংগ্রহ করেন। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং স্টিভ স্মিথের পরই বিশ্বকাপে অস্ট্রেলিয়ান চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি।

শুধু তাই নয়! উইকেট কিপার হিসেবেও সফল তিনি। বিশ্বকাপে কিপিংয়ে ২০টি ক্যাচ ধরেন তিনি। নিউজিল্যান্ডের টম ল্যাথামের পরে দ্বিতীয় সবচেয়ে সফল উইকেটরক্ষক ছিলেন।