বগুড়ায় বিএনপির সমাবেশঃ ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করছে’

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮ ১৫:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১০ বার।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। তাই তারা উন্মাদ হয়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছে এবং আদালতকে ব্যবহার করে ‘ফরমায়েসী’ রায়ও দিচ্ছে। তবে এসব করে সরকার পার পাবে না। জনগণ তাদের বিরুদ্ধে জেগে উঠতে শুরু করেছে। জনগণের আন্দোলনের মুখে তাদের বিদায় নিতে হবে।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ-িত হওয়ায় তার প্রতিবাদে কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে দুপুর ১২টার দিকে সমাবেশ করা হয়। জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শোক রানা, আলী আজগর হেনা, ফজলুল বারী বেলাল, অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, লাভলী রহমান, মোস্তফা আলী মুকুল, মতিয়ার রহমান মতি, অ্যাডভোকেট এ, রাফি পান্না, তাহাউদ্দীন নাহিন, খায়রুল বাশার, শহিদুন্নবী সালাম, তৌহিদুল আলম মামুন ও পরিমল চন্দ্র দাস।