মমতার আশঙ্কা, বাংলাদেশের ডেঙ্গু পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ অগাস্ট ২০১৯ ০৪:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মমতা। সমাজের সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য এই মিছিল শেষে দেওয়া বক্তৃতায় অন্য নানা প্রসঙ্গের পাশাপাশি ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশ আর আমাদের  বর্ডার একই। সেখান দিয়ে মশা ঢুকতে পারে। বাংলাদেশে কামড় দিয়ে মশা ভারতে চলে আসতে পারে আবার এখানে কামড়ে ওখানে চলে যেতে পারে। এপার বাংলায় কামড়ে ওপার বাংলায় চলে যেতে পারে, আবার ওপার বাংলায় কামড়ে এপার বাংলায় চলে আসতে পারে।’
এদিকে দ্য ওয়ালের খবর অনুযায়ী, ২০১৭ সালে বসিরহাট, বাদুড়িয়ায় ডেঙ্গু কার্যত মহামারির আকার নিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল সে সময়ে। তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ওগুলো সব বাংলাদেশের মশা। বর্ডার পেরিয়ে এসে কামড়াচ্ছে। আবার ফিরে যাচ্ছে।’
আনন্দবাজার পত্রিকার দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সব থেকে বেশি রোগী উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হাবরা এলাকা। সুত্র বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম।