বগুড়ায় আরও একটি স্কুল সরকারি হলো

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮ ১৫:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৪ বার।

মেয়াদের শেষ দি‌কে এ‌সে আরও তিনটি বেসরকারি কলেজ এবং ১৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়‌কে জাতীয়করণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হচ্ছে।


নতুন জাতীয়করণ  হওয়া প্রতিষ্ঠানের তালিকায়  বগুড়ার শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নাম রয়েছে। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায়  নয়শত শিক্ষার্থী অধ্যয়ন করছে।


জাতীয়করণের আনুষ্ঠানিক ঘোষণা প্রসঙ্গে শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডলের সাথে যোগাযোগ করে পুণ্ড্রকথা পরিবার। তিনি বলেন,  ‘মনে হচ্ছে  আমরা সবাই আজ নতুন জীবন পেলাম। বর্তমান সরকারের প্রশংসা করা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো এই সরকারের  ঋণ ভুলবো না।‘


বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার জানান, এর আগে সোনাতলা উপজেলার সোনাতলা মডেল হাই স্কুল এবং নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম মডেল হাই স্কুল কে জাতীয়করণ করা হয়। সর্বশেষ শিবগঞ্জ মডেল পাইলট  উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের মাধ্যমে বগুড়া জেলাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাড়ালো মোট ১৩টি।


তবে এই  নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১টি। আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।