স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ বাবার উপর হামলা মেয়ের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ অগাস্ট ২০১৯ ১২:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৫ বার।

সিলেটের বিশ্বনাথে টাকা ধার না দেওয়ায় সোবহান শাহ (৯০) নামে বৃদ্ধকে পিটিয়ে আহত করেছেন তারই মেয়ে মনোয়ারা বেগম (৩৫)। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার পুরানগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। খবর সমকাল অনলাইন 

স্থানীয়রা জানায়, রাতে স্বামী আক্তার হোসেনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মনোয়ারা বেগম বাবার ওপর হামলা চালান। এ সময় সোবহান শাহ মাথায় আঘাত পেলে তার পরিবারের সদস্যরা মনোয়ারাদের ওপর পাল্টা হামলা চালান। এতে মনোয়ারা বেগম ও আক্তার হোসেনসহ আরও ৪ জন আহত হন।

সোবহান শাহর মেয়ে আহত আনরা বেগমসহ অপর দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও গুরুতর আহত বাবা-মেয়ে ও জামাতাকে কাদিপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মনোয়ারার ২৫ বছর বয়সী ছেলে আব্দুল কাদির ও ৩ মেয়ে নানাবাড়ি পুরানগাঁয়ে বসবাস করেন। দু’বছর আগে স্বামী গিয়াস মারা যাওয়ায় নোয়াপাড়ার আক্তার হোসেনের সঙ্গে পালিয়ে বিয়ে করেন মনোয়ারা। পরে বাবার বাড়ি থেকে টাকা এনে বেকার স্বামীকে নিয়ে পূর্ব জানাইয়ায় ভাড়া থাকা শুরু করেন মনোয়ারা। সম্প্রতি আবারও ৫০ হাজার টাকা ধার চাইলে সোবহান শাহ অপারগতা প্রকাশ করায় তার ওপর মেয়ে ও জামাতা হামলা করেন। 

আহত সোবহান শাহ বলেন, '৫০ হাজার টাকা ধার না দেওয়ায় বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।' 

তবে বিষয়টি অস্বীকার করে মনোয়ারা বেগম দাবি করেন, পারিবারিক কলহরে জেরে এই ঘটনা ঘটেছে। তার ওপরও হামলা চালানো হয়েছে।  

বিশ্বনাথ থানার নবাগত ওসি শামীম মুসা বলেন, 'এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'