প্রত্যাশা ২০২১ ফোরামের ১৬৩ তম মাসিক সভা অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৪ অগাস্ট ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

প্রত্যাশা ২০২১ ফোরামের ১৬৩ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় শামছুন নাহার কোহিনূরের সভাপতিত্বে ফোরামের সচিবালয়ে (লালমাটিয়া ২/৮ ব্লক এফ লালমাটিয়া, মোহাম্মদপুর) ওই সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সদস্য সচিব রুহি দাসের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রত্যাশা ২০২১ ফোরামের সাংস্কৃতিক সচিব শাহিদা পারভীন মিনি , গবেষণা ও প্রকাশনা সচিব সোহেল রানা, শেখ আব্দুর রাজ্জাক, শারমিন নাহার লীনা, বদিউজ্জামান তোতা, মো. আলী হাজারী,  মো, আরিফুল হাসান, লিপি রহমান ও রাশেদুল ইসলাম রাশেদ।

প্রত্যাশা ২০২১ ফোরামের ১৬৩ তম মাসিক সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলোচনা ও পর্যালোচনা শেষে যেসব সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিতে গ্রহণ করা হয়েছে সেগুলো হলো-  

জনতা ব্যাংকে ৬ শতাংশ হারে সুদের ব্যাপারে ফোরামের অনেক সদস্য দ্বিমত পোষণ করেন এবং এটি অত্যন্ত নূন্যতম এবং অন্য কোন ব্যাংকে এর থেকে আরো একটু বেশি সুদে এফডিআর করা যায় কিনা সে বিষয়ে ফোরামের সদস্য সচিব রুহি দাস খোঁজ খবর নিবেন এবং সচিবালয়কে সেবিষয়ে অবগত করবেন। বোয়ালমারিতে আগস্ট মাসের শেষের দিকে নাগরিক সম্মেলন করার কথা থাকলেও শামসুন নাজার আজিজ লীনার আপার অনপুস্থিতির কারণে এই বিষয়ে আলোচনায় তেমন কোন অগ্রগতি হয়নি। প্রতি বছরের মত এবছরেও প্রত্যাশা ২০২১ ফোরাম বাংলাদেশ যুব ছায়া সংসদে সহ আয়োজক হিসেবে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করবে। সম্ভাব্য আগামী ২৪ আগস্ট ২০১৯ ফোরামের সচিবালয়ে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিক ও আলোচনা সভা করার একটি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। মাসিক সভার জন্য একটি কমন ব্যানার তৈরির সিদ্ধান্ত করা হয় ।বঙ্গবন্ধুর শত বর্ষ উদযাপন নিয়ে সরকারের সাথে এক যোগে কাজ করা যায় কিনা সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করার প্রস্তাব করা হয়। প্রত্যাশা ২০২১ ফোরামের ফেসবুক পেজটি বুস্টিং করা যায় কিনা সে বিষয়ে প্রস্তাব করা হয়।

পরিশেষে  সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি শাসছুন নাহার কোহিনূর  সভার কার্য সমাপ্তি ঘোষণা করেন।