তারকাদের রাস্তা ঝাড়ু নিয়ে ফেসবুক ট্রল, জবাব দিলেন রোকেয়া প্রাচী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ অগাস্ট ২০১৯ ১৫:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

সম্প্রতি ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রাস্তায় নেমেছিলেন শোবিজ তারকারা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে তারকারা অংশ নেন পরিচ্ছন্নতা অভিযানে। তারকাদের সেই প্রতীকী অভিযানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় বিতর্ক, তারকারা শিকার হন ট্রলের। সেই অভিযানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচীও। ফেসবুক ট্রলের জবাবে একটি পোস্ট দেন প্রাচী। তার পোস্টটি তুলে ধরা হলো-

‘সারা পৃথিবীতেই প্রতীকী কর্মসূচি পালন করা হয়।সচেতনতার কার্যক্রম নেয়া হয়। প্রয়াত মেয়র আনিসুল হক ভাইকেও দেখেছিলাম, আর ও অনেক উদাহরণ আছে। ডেঙ্গুর আতঙ্কিত অবস্থায় আমরা শিল্পীরা রাজপথে নেমেছিলাম, কিন্তু কিছু মানুষ ব্যস্ত হয়ে পরেছেন সচেতনতার এই কর্মসূচিকে কি করে সমালোচনার কর্মসূচিতে পরিণত করা যায় সে চেষ্টায়। যাই হোক, কারও চিন্তার সীমাবদ্ধতা নিয়ে আমরা শিল্পীরা খুব বিচলিত না। এসব আমাদের থামাতে পারবে না। শেখ হাসিনার জন্য, দেশের জন্য আমরা বারবার রাজপথে নেমেছি, নামব। অনেকে বলেছেন (অতি পরিচিত) বেহায়া, ছাগল, বুদ্ধিহীন, তাদের বলছি সত্যি তাই, দেশের প্রশ্নে এত হিসাব করি না তো, আবেগ দিয়ে রাজপথে নেমে যাই। সামাজিক সচেতনতার বিষয়সহ, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতেও তাই রাজপথেই থাকি। ঘরে বসে নিরাপদ থেকে অনেক কিছু বলার যে বুদ্ধি সে যেন আল্লাহ্‌ আমাকে আমাদের কোনো দিন না দেন, আপনারা পাশে থাকবেন, আপনাদের সমালোচনার ট্রল আমাদের অনুপ্রাণিত করবে আর ও অনেক বেশি।’