আ. লীগের সালমা চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ অগাস্ট ২০১৯ ১৫:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।
একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ নির্বাচনে সালমা চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবদুল বাতেন শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেন সালমা।

সালমা চৌধুরীর বাবা প্রয়াত ওয়াজেদ চৌধুরী সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

একক প্রার্থী হওয়ায় এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে সালমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এখন ইসি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়কে পাঠাবে। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।