মেয়রকে চেনার পরিচয় দিয়ে স্বজনদের খুঁজে পেলো ২ শিশু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ অগাস্ট ২০১৯ ০৬:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

রাজধানী থেকে হারিয়ে যাওয়া দুই শিশু বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পরিচয় দিয়ে স্বজনদের সন্ধান পেয়েছে।

হারিয়ে যাওয়া শিশু দু’টি হলো- বরিশাল নগরের নথুল্লাবাদ লোহারপুল এলাকার হাবীব মিয়ার মেয়ে জান্নাত ও ছেলে হাসান।

সিটি করপোরেশন ও পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশাল থেকে লঞ্চযোগে দু’দিন আগে ঢাকায় যায় জান্নাত ও হাসান। সেখান থেকে কুমিল্লার একটি ট্রেনে ওঠে পড়ে দুই ভাইবোন। কিন্তু সে সময় তাদের সঙ্গে থাকা মা পারভীন বেগম আর ট্রেনে ওঠতে পারেনি। খবর বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম 

ট্রেনটি কুমিল্লায় পৌঁছানোর পর শিশু দু’টি কাঁদতে শুরু করে। যা দেখে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) বিবাকার তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জান্নাত ও হাসান কেউই বরিশালের সঠিক ঠিকানা বলতে না পারলেও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে চেনেন বলে জানান।

এসময় হারিয়ে যাওয়া শিশু দু’টি পুলিশকে বলে, আমরা সাদিক ভাইকে চিনি, তিনিও আমাদের চেনে। আমরা তার বাসায় অনেক দিন ভাত খাইছি।

তাদের দেওয়া তথ্যের সূত্র ধরেই কুমিল্লা জেলা পুলিশ মেয়র সাদিক আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। এরপর মেয়র শিশু দু’টির ঠিকানা খুঁজে বের করেন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, মেয়রের নিজ উদ্যোগে সোমবার (৫ আগস্ট) শিশু দু’টিকে কুমিল্লা পুলিশের কাছ থেকে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।