কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণা ভারতের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ অগাস্ট ২০১৯ ০৭:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

কাশ্মীর বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদি সরকার। কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকের পর এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবর এনডিটিভির

এরপর রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব দেন অমিত শাহ। সঙ্গে সঙ্গেই বিরোধীদল এর বিরোধিতা করেন। কয়েক মিনিটের জন্য মূলতবি ঘোষণা করা হয় অধিবেশন। পরে ফের অধিবেশন শুরু হয়।

সংবধিানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে প্রতিরক্ষা, যোগাযোগ ও বৈদেশিক বিষয় বাদে সব বিষয়ে তাদের নিজস্ব সংবিধান এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়েছে। এখন যদি এই ধারা তুলে দেওয়া হয় তাহলে বিশেষ ক্ষমতা হারাবে এ অঞ্চলটি। মূলত কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর।