ধুনটে ঈদ উপলক্ষ্যে ভিজিডির চাল পেল ১৯ হাজার পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অগাস্ট ২০১৯ ১১:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ১৯হাজার ২৬৮ দুস্থ পরিবার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৫ কেজি করে চাল পেয়েছেন। সরকারের দুস্থদের জন্য খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় তাদের মাঝে চাল বিতরণ করা হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ধুনট উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ২৮৯.২০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। বরাদ্দকৃত চাল সোমবারের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদ ও ধুনট পৌরসভা কর্তৃপক্ষ দুস্থদের মাঝে বিতরণ সম্পন্ন করেছেন। এতে উপজেলার ১৯হাজার ২৬৮টি দুস্থ পরিবার ১৫ কেজি করে চাল পেয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় ধুনট পৌরসভা মিলনায়তনে ৩হাজার ৮১টি পরিবারের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন মেয়র এজিএম বাদশাহ্। এসময় ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশিদ হেলাল, পৌর সচিব শাহিনুর ইসলাম, কাউন্সিলর শাহজাহান আলী, রঞ্জু মল্লিক, ফজলুল হক সোনা, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ উপস্থিত ছিলেন। এরআগে ধুনট সদর ইউনিয়ন পরিষদে ১হাজার ৩০২টি পরিবারের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান লাল মিয়া। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব কুমার দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউপি সচিব মনিরুজ্জামান, ইউপি সদস্য মিজানুর রহমান মজনু, প্রফুল্ল চন্দ্র, আবুল কাশেম, নুরন্নবী, আব্দুল ওহাবসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও নিমগাছী ইউনিয়নের ১হাজার ৮০০, কালেরপাড়া ইউনিয়নের ১হাজার ৫৭৩, চিকাশী ইউনিয়নের ১হাজার ৭০০, গোসাইবাড়ী ইউনিয়নের ১হাজার ৬২৪, ভান্ডারবাড়ী ইউনিয়নের ১হাজার ৩১২, এলাঙ্গী ইউনিয়নের ১হাজার ৩৩৯, চৌকিবাড়ী ইউনিয়নের ১হাজার ৮৯১, মথুরাপুর ইউনিয়নের ১হাজার ৯৩১ এবং গোপালনগর ইউনিয়নের ১হাজার ৭১৫টি পরিবারের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে।