১০১ ভবনের ১১টিতে মশার লার্ভা: এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ অগাস্ট ২০১৯ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার লার্ভা নিধনে ১০১ ভবনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১১টি ভবনে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ঘটনায় ওই ভবন মালিকদের এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ডিএসসিসির পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। খবর বাংলা ট্রিবিউন।
তিনি জানান, ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১টি বাড়ি পরিদর্শন করে দুইটিতে মশার লার্ভা পান। এ দুই বাড়ির মালিকের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১টি বাড়ি পরিদর্শন করে কোথাও মশার লার্ভা পাওয়া যায়নি।
অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ২৫টি বাড়ি পরিদর্শন করে একটি বাড়িতে মশার লার্ভা পেয়েছেন। ওই বাড়ি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ১৪টি বাড়ি পরিদর্শন করে পাঁচটি বাড়িতে মশার লার্ভা পান। ওই বাড়ি মালিকদের ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০টি ভবন পরিদর্শন করে তিনটি বাড়িতে মশার লার্ভা পেয়েছেন। এ সময় ওই বাড়ির মালিকদের এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।