বগুড়া শজিমেকে ২৪ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রুগী ভর্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৯ ০৮:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬৫ বার।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মঙ্গলবার  সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ রোগী ভর্তি হয়েছেন এই নিয়ে মোট ৭৭ জন হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন এদের ১০ জন বগুড়া থেকেই ডেঙ্গু আক্রান্ত হন বাকিরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসেন

হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আরিফুর রহমান তালুকদার জানান, এখানে ডেঙ্গু ওয়ার্ড ছাড়াও পুরুষ মেডিসিন, নারী মেডিসিন, শিশু ওয়ার্ড কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ১৭ দিনে ২২৭ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ১৪৪ জন। উন্নত চিকিৎসার জন্য ছয় জন ঢাকায় যান। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ রয়েছেন। স্থানীয়ভাবে আক্রান্ত ১০ জনের মধ্যে ৬জন শিশু রয়েছে। চিকিৎসা দিতে আগে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছিল। রোগী বাড়ায় সংখ্যা ১৩ করা হয়েছে
ডা. আরিফুর জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে অনেকে ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে আসতে পারেন। তখন আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এহিয়া কামাল জানান, গত ২৪ ঘণ্টায়  জেলায় মোহাম্মদ আলী হাসপাতালে ১জন ,  শামসুন্নাহার ক্লিনিকে ৪জন এবং টিএমএসএস হাসপাতালে ১জন করে মোট ৬জন রুগী চিকিৎসাধীন রয়েছে।