পুলিশ হেফাজতে থাকা আসামিকে আইনজীবীর চড়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৯ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৪ বার।

পুলিশ হেফাজতে থাকা সুমন নামে আসামিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে নড়াইল আদালত চত্বরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আসামি সুমন হোসেনের (সম্প্রতি মুসলাম ধর্ম গ্রহন করেছেন) বিরুদ্ধে আদালতে তার স্ত্রী শিপ্রা রায়ের যৌতুকের মামলা রয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সুমনকে পুলিশ হেফাজতে আদালতে হাজির করা হয়। এ সময় সুমন শিপ্রা রায়ের আইনজীবী নজরুল ইসলামকে মামলাটি মিমাংসার প্রস্তাব দেন। এতে ঘটনাস্থলে উপস্থিত থাকা নজরুল ইসলামের জুনিয়ন খন্দকার সোহেলী পারভীন শিলি ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর সুমনকে পুলিশ আইনজীবী ভবনের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় পথে দাঁড়িয়ে থাকা আইনজীবী খন্দকার সোহেলী পারভীন শিলি তাকে চড়-থাপ্পড় মারেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ ব্যাপারে জানতে অ্যাডভোকেট খন্দকার সোহেলী পারভীন শিলির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।