অনলাইনে ট্রেনের নকল টিকিট বিক্রি, গ্রেফতার ২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৯ ১৫:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯ বার।

অনলাইনে ট্রেনের নকল টিকিট বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কমলাপুরস্থ ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তানভীর ও হিমেল। তাদের কাছ থেকে ১৬টি নকল টিকিট জব্দ করা হয়েছে। সোমবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর যুগান্তর অনলাইন 

কমলাপুর রেলওয়ে থানার এসআই রুশো বণিক বলেন, এরা অনলাইনে চলো যাই ডটকম নামে ওয়েবসাইট ও ফেসবুকে পেইজ খুলে টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়ে আসছিল। গ্রাহকরা আগ্রহী হয়ে টিকিট কিনতে চাইলে টাকার বিনিময়ে তাদের সরবরাহ করা হতো নকল টিকিট। যা দেখতে অবিকল আসল টিকিটের মতো হওয়ায় যাত্রীরা বিষয়টি বুঝতে পারতেন না। আসল টিকিটের নামে নকল টিকিট বিক্রি করায় বিষয়টি নিয়ে যাত্রার দিন যাত্রীরা ভোগান্তিতে পড়বেন। এর ফলে একই সিটে একাধিক যাত্রী বসতে গেলে বিপত্তি বাধার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এসআই রুশো বণিক বলেন, চক্রের মূলহোতা আহসান হাবীব পলাতক রয়েছেন। গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কমলাপুরে পৃথক পৃথক অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- রুবেল মিয়া, হযরত আলী ও দুলাল মিয়া।

এসআই রুশো বণিক বলেন, এই তিনজনকে টিকিট কালোবাজারির দায়ে আটক করা হয়েছে। তারা আসল টিকিট সরবরাহ করলেও অবৈধ পন্থায় বাড়তি দামে টিকিট বিক্রি করছিল। জাল টিকিট বিক্রয় এবং কালোবাজারির ঘটনায় সর্বমোট আটক ৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে।