ওবায়দুল কাদের মাঝে মাঝে একটা দুটা সত্য কথা বলেন: আলাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ অগাস্ট ২০১৯ ১৫:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

ডেঙ্গু নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ডেঙ্গু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাঝে মাঝে একটা-দুটা সত্য কথা বলেন, বাকিরা ফটোসেশনেই ব্যস্ত। তারা পরিষ্কার রাস্তায় ময়লা ফেলে পরিষ্কার করেন। তাদের এই ঝাড়ুর ঠেলাঠেলি দেখতে দেখতে আমরা অস্থির হয়ে পড়েছি। খবর যুগান্তর অনলাইন 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ-জিসপের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঈদের পূর্বে নিঃশর্ত মুক্তির দাবি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা তিনি এ সব কথা বলেন।

আলাল বলেন, ২০১২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু নিয়ে ভয়াবহ পরিস্থিতির ব্যাপারে বাংলাদেশকে সতর্ক করেছে। ডেঙ্গু প্রতিকার সম্পর্কে একটা ডাটাবেজও তৈরি করেছিল। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ডাটাবেজে বাংলাদেশ স্বাক্ষর করেছিল এবং বাংলাদেশ অঙ্গীকার করেছিল ডেঙ্গু মোকাবেলায় কাজ করবে। ৮ বছর পরও কেন সেই নির্দেশনা মানা হয়নি? কারণ সরকারের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই।

এ সময় তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং সচিব নির্বাচনের সময় সারা এলাকা ঘুরে ঘুরে প্রশাসনকে সঙ্গে নিয়ে বক্তব্য দিয়েছেন। এই প্রত্যেকটা বক্তব্যের জন্য তারা টাকা নিয়েছেন। সাধারণ মানুষের কষ্টের টাকা তারা শুধু বক্তব্য দিয়ে নিয়েছে আর সরকার তাদের দিয়েছে। তাহলে ভাবুন নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে?

আলাল বলেন, এই সরকার লুটেরাদের সরকার, ধনী শ্রেণির সরকার। বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক বা মরে যাক, অসুস্থ কিংবা বিপদে পড়ুক এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। যারা মানুষের জীবন নিয়ে খেলা করে, তামাশা করে তারা কতদিন ক্ষমতায় থাকবে দেখার বিষয়।

এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।