সুষমা স্বরাজের মৃত্যুতে মমতার শোকপ্রকাশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৯ ০৬:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী  ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী টুইট করে শোক জানান। প্রয়াত নেত্রীকে একজন অসাধারণ রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন তিনি। খবর এনডিটিভির।

তিনি টুইটে লেখেন, ‘সুষমা স্বরাজজির আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাচ্ছন্ন ও বিস্মিত। আমাদের আদর্শগত পার্থক্য সত্ত্বেও তার সঙ্গে সংসদে বহু সুন্দর বন্ধুত্বপূর্ণ সময় কাটিয়েছি। তিনি একজন অসাধারণ রাজনীতিবিদ ও অত্যন্ত ভাল মানুষ। আমরা তাকে মিস করব।'

মঙ্গলবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে সুষমা স্বরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বিজেপি নেত্রীর বয়স হয়েছিল ৬৭। প্রথম মোদি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন সুষমা।

শারীরিক অসুস্থতায় রাত সোয়া ৯টার দিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসে নেওয়া হয় সুষমাকে। সেখানেই মারা যান তিনি।