দুর্গাপূজায় শিবগঞ্জের অস্বচ্ছল ২০০ পরিবারকে শাড়ি দিলেন মেয়র

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩৩ বার।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় অস্বচ্ছল-অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির।
পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর শামছুদ্দোহা শামীম, সাইফুল ইসলাম, নারী কাউন্সিলর মাজেদা বেগম, আবদুল মতিন, বানাইল বারোয়ারি কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ মোহন্ত, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার, আওয়ামী লীগনেতা ফারুক চৌধুরী, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কৃষকলীগ নেতা শাহিনুর ইসলাম, আজিজুল হক মহুরি প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও আলমগীর কবির বলেন, পৌরসভার মেয়র তার ব্যক্তিগত উদ্যোগে গত তিনটি শারদীয় দুর্গাপূজায় অস্বচ্ছল-অসহায় পরিবারদের সঙ্গে আনন্দে সামিল হয়েছেন এটি খুব ভাল কথা। এই ব্যতিক্রম উদ্যোগটি এর আগে অন্য কোথায় দেখিনি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।    
সভাপতির বক্তব্যে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য এ আয়োজন। গরীব-দুখিরা যাতে পূজার সময় নতুন বস্ত্র থেকে বঞ্চিত না হয় এজন্য তাদেরকে বস্ত্র দেওয়া।
তিনি বলেন, মেয়র নির্বাচিত হবার পর থেকেই সীমিত সম্পদের মধ্যেও সাধ্যমত চেস্টা করছি সবার পাশে দাঁড়ানোর জন্য। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। শাড়ি বিতরন ছাড়াও স্বচ্ছল শতাধিক ব্যক্তির বাড়িতে নারিকেল ও চিনি পৌছে দেওয়া হয়।