কাশ্মীরে জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে ভারত: ইমরান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৯ ০৮:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

ভারত শাসিত কাশ্মীরে জাতিগত নির্মূল অভিযানের আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলবেন বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

বিবিসি বাংলা জানায়, ভারতের সংবিধানে যে অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, সেই ৩৭০ অনুচ্ছেদ বিলোপের একদিন পরেও পুরো কাশ্মীর বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ইমরান খান বলেছেন, আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পদক্ষেপ নিয়েছে ভারত। তার আশঙ্কা, ভারত সেখানে জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে।

সারা বিশ্বকে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানাতে চান জানিয়ে তিনি বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে, যা নিয়ে আমরা এখন পর্যালোচনা করছি, বিষয়টি আমরা সাধারণ পরিষদে তুলব। প্রতিটি সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমরা কথা বলব...। গণমাধ্যমের কাছে আমরা তুলে ধরব এবং সারা পৃথিবীর মানুষকে জানাব।”

পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফলে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই এলাকায় জনসংখ্যার কাঠামো পরিবর্তন করতে পারবে।

তিনি বলেন, “আমার আশঙ্কা, (ভারত) এখন কাশ্মীরে জাতিগত নির্মূল অভিযান চালাবে। তারা স্থানীয় মানুষজনকে সরিয়ে দেবে এবং অন্যদের সেখানে নিয়ে আসবে এবং তাদেরই সংখ্যাগরিষ্ঠ করে তুলবে। ফলে স্থানীয় মানুষরা তাদের দাস হওয়া ছাড়া আর কিছু করার থাকবে না।”

এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার বাজওয়া বলেছেন, তার সেনারা কাশ্মীরের মানুষের সংগ্রামে পাশেই থাকবে।

এছাড়া ভারতের ওই পদক্ষেপকে ‘আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে প্রতিবেশী চীন।