ধুনটে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৯ ১৩:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ৬টি গ্রামের ১হাজার ২টি নতুন সংযোগে গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল ৫টায় নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী সিনিয়র মাদ্রাসা মাঠে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে বিদ্যুতায়নের অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল কুদ্দুস, শেরপুর কার্যালয়ের ডিজিএম ফোকরুল আলম, ধুনট কার্যালয়ের এজিএম বিজয় চন্দ্র কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সদস্য আতাহার আলী, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। 

উল্লেখ্য, নিমগাছী ও ভান্ডরবাড়ী ইউনিয়নের ৮টি গ্রামে ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১৮ কিলোমিটার নতুন লাইনের মাধ্যমে ১ হাজার ২৫টি বিদ্যুৎ সংযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে ১হাজার ২টি সংযোগে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো।