আদমদীঘিতে ঝড়ে ক্ষতিগ্রস্থ দুই শিক্ষা প্রতিষ্ঠানে চেক ও ঢেউটিন বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৯ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৩ বার।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক অনুদান হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্থ দুই শিক্ষা প্রতিষ্ঠানকে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু তার কার্যালয়ে উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে ৩০ হাজার টাকার চেক ও ১০ বান্ডিল ঢেউটিন ও আদমদীঘি সদরের গোড়গ্রাম জিএম আইডিয়াল বিদ্যালয়কে ১৫ হাজার টাকার চেক ও ৫ বান্ডিল ঢেউটিন প্রদান করেন।  এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপ-সহকারি প্রকৌশলী (দূর্যোগ) আবু হেলাল ও ক্ষতিগ্রস্থ বিদ্যালয়ের প্রধধানগণ উপস্থিত ছিলেন।