বাবরের খেলা দেখতে ভিড়, ক্র্যাশ হলো ওয়েবসাইট!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৯ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

বাবর আজমকে নিয়ে উৎসাহের শেষ নেই পাকিস্তানিদের মধ্যে। এই ডানহাতি তরুণ ব্যাটারের মাঝে বিরাট কোহলির ছায়াও দেখেন অনেকে। তিনি ব্যাট করতে নামলে টিভি পর্দা থেকে চোখ সরাতে চান না​ অনেকেই। এবার তার খেলা দেখতে ইন্টারনেটে এমনই ভিড় পড়ল যে, বসে গেল ওয়েবসাইট!

এই মুহূর্তে ইংল্যান্ডে সামারসেটের হয়ে ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি লিগে খেলছেন বাবর। আছেন দুর্দান্ত ছন্দে। বিদেশি ক্লাবে তার পারফরম্যান্স দেখতে মুখিয়ে পাকিস্তানি ক্রিকেটভক্তরা।

সামারসেট তাদের খেলাগুলো দেখাচ্ছে নিজস্ব ওয়েবসাইটে। দর্শকরাও নজর রাখছেন সেখানে। কিন্তু মাত্রাছাড়া চাপ সইতে না পেরে একেবারে বসেই যায় সামারসেটের ওয়েবসাইট। কারণ এত ধারণ ক্ষমতা আগে তাদের ছিল না।

বাধ্য হয়ে পরের ম্যাচের আগে ক্লাবের ওয়েবসাইটের সার্ভার ক্যাপাসিটি বাড়ান সামারসেটের ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বেন ওয়ারেন।

গত সপ্তাহে সাসেক্সের কাছে হারে সামারসেট। সেই ম্যাচেও ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। ম্যাচটি ইউটিউবে দেড় মিলিয়ন মানুষ দেখেছিলেন। ৯৫ রানের অপরাজিত ইনিংসও আছে একটি।

সর্বশেষ বিশ্বকাপেও দারুণ খেলেছেন বাবর। মোট ৪৭৪ রান করেন। ছিল একটি সেঞ্চুরি।