বেনাপোলে ১২ কোটি টাকা মূল্যের ভায়াগ্রা আটক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৯ ১৫:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

ভারত থেকে আমদানিকৃত ২ হাজার ৫’শ কেজি প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিশ্বের সর্ববৃহৎ যৌন উত্তেজক ভায়াগ্রার একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই চালানের বিষয়ে বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস ক্লাবে এক প্রেস কনফারেন্সে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী এ তথ্য জানান। 

কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বায়োজিদ এন্টারপ্রাইজ মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে ২ হাজার ৫শ কেজি সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট আমদানি করেন। পণ্য চালানটি রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নেওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা পণ্য চালানটি আটক করে গত ৩ জুলাই বিকেলে।

বিশ্ব কাস্টমস সংস্থার ১৮২ সদস্য দেশকে মাদক, বিস্ফোরক ও এ ধরনের ক্ষতিকর পণ্য চোরাচালানের বিষয়ে দীর্ঘদিন সর্তকবার্তা দিলেও বাংলাদেশেই বিশ্বের প্রথম এ ধরনের বড় চালান আটক করা হলো।  বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হলে তারা ভবিষ্যতে আরো সতর্কতার সাথে কাজ করার নির্দেশনা দেন বেনাপোল কাস্টমস হাউস কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে।

পণ্য চালানটি টেস্টে পাঠানোর আগে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে নানাভাবে হুমকি ধামকি সহ  জীবন নাশেরও হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় যুগ্ম কমিশনার শহীদুল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজাকে অন্তর্ভুক্ত করা হয়। ঘটনার সাথে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট সাইনী শিপিং সার্ভিসেস এর লাইসেন্স সাময়িক বাতিল করা হয়। তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। রিপোর্ট পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে কাস্টমস সূত্র জানান।

এ ধরনের আরও একটি ২শ কেজির ভায়াগ্রার চালান জুলাই মাসে আটক করা হয়েছিল।