দুই জাপানির হাফপ্যান্টে ছিল ১২ কেজি স্বর্ণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ অগাস্ট ২০১৯ ০৮:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৮ বার।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণবারসহ জাপানের দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইটের ওই দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। খবর সমকাল অনলাইন 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতের একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- তাকিও মিমুরা ও সুইচি সাতো। তাদের কাছে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়; যার ওজন ১২ কেজি। উদ্ধার হওয়া স্বর্ণবারের দাম প্রায় ৬ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, গোপন তথ্যে ওই দুই জাপানি যাত্রীর ওপর নজরদারি করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের শরীরে তল্লাশি করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে ওই দুইজনের হাফপ্যান্টের ভেতরে বিশেষভাবে তৈরি পকেট ৩০টি স্বর্ণবার উদ্ধার করা হয় বলে জানান কাস্টমস গোয়েন্দারা।