ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অগাস্ট ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬ বার।

বগুড়ার ধুনট উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজসহ ৫৭টি প্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এছাড়া সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মসজিদ-মন্দির, মাদ্রাসা-এতিমখানা, হতদরিদ্র শিক্ষার্থী, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে আড়াইলাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। একইসাথে এডিবি’র অর্থায়নে হতদরিদ্র গৃহবধুদের আর্থিক স্বচ্ছলতা তৈরীর জন্য সেলাই মেশিন ও হতদরিদ্র পরিবার গুলোর মাঝে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে ল্যাপটপ ও আর্থিক অনুদান বিতরন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

এসময় ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পপি রানী পোদ্দার, ধুনট থানার অফির্সাস ইনচার্জ ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসানসহ সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।