ইন্টারনেটে গাধার গান, ঝর তুলেছে মিডিয়ায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ অগাস্ট ২০১৯ ১৬:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

'এমিলি' আপাদমস্তক এক গাধা। তবে গাধা ভেবে যতই তুচ্ছ মনে করুন না কেন এমিলি কিন্তু এখন ‘ইন্টারনেট সেনসেশন’। সম্প্রতি এমিলির গানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝর তুলেছে।

ভারতের পুণের বাসিন্দা 'এমিলি' অন্যান্য কুকুর, বিড়াল, গরু ও মোষদের সঙ্গে একটি পশু খামারে থাকে। 

সংবাদ সংস্থা এএফপিকে আরইএসকিউ চ্যারিটেবল ট্রাস্টের প্রধান জেসিকা রবার্টস জানিয়েছেন, সাধারণত আমাদের ভিডিওগুলো অসুস্থ ও উদ্ধার করা পশুদের নিয়েই হয়। ঘটনাগুলি হয় বেশ দুঃখের। একটা পরিবর্তন আনতেই এমিলির গানের ভিডিও ইন্টারনেটে দেওয়ার সিদ্ধান্ত নেই। তার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। জনতার অসামান্য প্রতিক্রিয়া পেয়েছি।

তিনি বলছেন, এমিলি উপহার ভালবাসে। সে একটি উপহারের বাক্স দেখেই প্রথম গান গাইতে শুরু করেছিল। সমাজে ভারবাহী পশু হিসেবেই গাধাকে দেখা হয়। প্রবল খাটনির জীবন তাদের।

এমিলিকে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় বছর দুয়েক আগে পাওয়া গিয়েছিল। জরায়ু ক্ষতিগ্রস্ত ছিল। শরীরের অন্য অংশেও চোট ছিল। এককথায় এমিলির জীবন খুবই শক্ত ছিল। তবে এখন সে সুস্থ এবং বিখ্যাত।