মশক নিধনে বগুড়া পুলিশের সাত দিনের কর্মসূচী

দোস্ত আউয়াল
প্রকাশ: ০৯ অগাস্ট ২০১৯ ০৬:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮১ বার।

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে ৭ দিন ব্যাপী মশক নিধন কর্মসূচী ও লিফলেট বিতরণ করা হয়েছে।  শুক্রবার সকাল ১১ টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ওই কর্মসূচীর উদ্বোধন করেন৷

 
''ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন " শ্লোগানে কর্মসূচীতে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা  বলেন, '৪৫ টি ফোকার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে প্রথমে বগুড়া সদর ও পর্যায়ক্রমে বাকি ১১ টি উপজেলায় এই কার্যক্রম সম্পূর্ণ করা হবে।  কোথাও মশার উপদ্রব বেশি হলে আমাদের জানালে নিজ উদ্যোগে আমরা মশক নিধনে কাজ করবো।  এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম চলবে। '


এসময়  জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এস এম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী, সদর থানার ওসি তদন্ত রেজাউল করিম রেজাসহ সকল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জরা উপস্থিত ছিলেন।