ধোনিকে 'বুম বুম আফ্রিদি' বলে ধিক্কার কাশ্মীরি জনতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ অগাস্ট ২০১৯ ০৭:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। কেড়ে নেয়া হয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা। ফলে ভূস্বর্গে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। রাগে ও ক্ষোভে ফুঁসছেন কাশ্মীরি জনগণ। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দেখে সেই তা উগরে দিলেন তারা।

যুগান্তকারী পদক্ষেপের পর কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত সরকার। লেফটেন্যান্ট কর্নেলের দায়িত্বে সেখানে আছেন ধোনি। উপত্যকায় পেট্রোলিং, গার্ড ও পোস্ট ডিউটি করছেন তিনি। এর মাঝে বিরূপ পরিস্থিতির সম্মুক্ষীণ হয়েছেন ভারতীয় এ সাবেক অধিনায়ক। তাকে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান স্বাগত জানিয়েছেন কাশ্মীরের জনতা।

গেল বুধবার সোশ্যাল মিডিয়া টুইটারে ভিডিও প্রকাশ করেন মোহাম্মদ ফাইজান নাজিব নামে এক ব্যক্তি। তাতে দেখা যায়, ধোনিকে দেখে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিচ্ছেন কাশ্মীরের জনগণ। এর ক্যাপশনে তিনি লেখেন- ধোনি কাশ্মীরে পৌঁছলে বুম বুম আফ্রিদি স্লোগান দেন সাধারণ জনতা।

এরই মধ্যে ভিডিওটি ৮৯২ বার রিটুইট, ২৯৫৯ বার শেয়ার এবং ৩০ হাজারের বেশি 'ভিউ' হয়েছে। সময় গড়ানোর সঙ্গে এর দর্শক সংখ্যা বাড়ছে।

ভারতকে দুটি-২০১১ ওয়ানডে ও ২০০৭৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন ধোনি। ২০১৯ বিশ্বকাপের পর দুই মাসের ছুটিতে আছেন তিনি। এ সময়ে ভারতীয় সেনা হিসেবে কাশ্মীরে দায়িত্ব পালন করবেন।

ক্যাপ্টেনকুল ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে এ পদে উন্নীত হন তিনি। অশান্ত কাশ্মীরে নিযুক্ত ১০৬ টেরিটরিয়াল আর্মি ব্যাটালিয়নে (প্যারা) নিযুক্ত আছেন ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক। আগামী ১৫ আগস্ট পর্যন্ত ভিক্টর ফোর্সের অংশ হিসেবে থাকবেন মাহি।